মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শ্রীভূমি জেলার সঙ্কট মোচন হনুমান মন্দির প্রাঙ্গণে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে “নেশা মুক্তি” ও “স্বদেশী বস্তু ব্যবহার” শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজে নেশামুক্ত পরিবেশ গঠন এবং স্বদেশী পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মানুষ। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীভূমি জেলার বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক মহেশ ভট্টাচার্য।তিনি উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, নেশার বিস্তার আজকের সমাজের অন্যতম বড় সঙ্কট এবং এ থেকে বেরিয়ে আসতে সচেতনতা ও সামাজিক উদ্যোগই প্রধান শক্তি। পাশাপাশি তিনি স্বদেশী শিল্পের বিকাশে স্থানীয় পণ্যের ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।
মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার বিহিপ সংগঠন মন্ত্রী বিবেক পাণ্ডে। তিনি নেশার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ক্ষতি বিশদভাবে ব্যাখ্যা করে যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ অভ্যাসে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরবর্তী বক্তব্যে তিনি স্বদেশী পণ্যের ব্যবহারকে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন এবং দেশীয় শিল্পকে এগিয়ে নিতে প্রত্যেক নাগরিকের দায়িত্ববোধের ওপর জোর দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক শপথ গ্রহণ। অনুষ্ঠানের সমাপ্তিতে মহেশ ভট্টাচার্য, দক্ষিণ পূর্ব প্রান্ত সম্পাদক সমীর দাস, প্রান্ত প্রচার প্রমুখ সুজয় শ্যাম, প্রান্ত সেবা প্রমুখ রতীশ দাস, জেলা দুর্গা বাহিনী সংযোজিকা গ্রন্থা চক্রবর্তী, বজরংদল সহ-সংযোজক সুমিত পাল, এবং সংকট মোচন হনুমান মন্দিরের সম্পাদক বিভাস চক্রবর্তী, কর্মকুঞ্জ নগর প্রখণ্ডের জয়দীপ মালাকার, ধন বাহাদুর ছেত্রী সহ উপস্থিত সকল অতিথি ও কার্যকর্তাকে ধন্যবাদ জানান।


