পদোন্নতি পেয়ে প্রথম ভাষনেই ভারতকে হুশিয়ারি আসিম মুনিরের

৯ ডিসেম্বর : আগে ছিলেন পাকিস্তানের স্থলবাহিনীর প্রধান। গত মাসে পাকিস্তান সরকার পদোন্নতি দিয়ে করলেন পাকিস্তানের (Pakistan) সশস্ত্র বাহিনী প্রধান বা সেনা সর্বাধিনায়ক। যাকে বলা হয় চিফ অফ ডিফেন্স ফোর্সেস। কথা হচ্ছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে (Asim Munir) নিয়ে।

পদোন্নতি পেয়ে তিন বাহিনীর প্রধান হিসেবে সোমবার মুনির তাঁর প্রথম বক্তৃতাতেই ভারতকে (India) কার্যত হুশিয়ারি দিলেন।

তিনি বলেন, দু’দেশের মধ্যে ফের কোনও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তান হাত গুটিয়ে বসে থাকবে না। দ্রুত এবং কড়া জবাব দেবে। এনিয়ে ভারত যেন কোনও ভুল ধারণার মধ্যে না থাকে।

বিশ্লেষকদের মতে, মুনিরের ক্ষমতাবৃদ্ধির উদ্দেশেই পাকিস্তান সেনাবাহিনীতে এই পদটি তৈরি করা হয়েছে। কারণ, পাকিস্তানের সংবিধানে এতদিন তিন বাহিনীর প্রধানের মাথার উপর কোনও পদ ছিল না। মুনিরের পদন্নতি করিয়ে তাঁর ক্ষমতা বৃদ্ধি করার জন্য পাক পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল পাশ করিয়ে ওই পদটি তৈরি করা হয়েছে।

মাস ছয়েক আগে পহেলগামে জঙ্গি হামলার জবাবে ভারত পাকিস্তানে অপারেশান সিঁদুর অভিযান চালিয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। এমনকী একাধিক পাক সেনাঘাটিতে হামলা চালিয়েছে।

এদিকে আবার সম্প্রতি ভারতীয় সেনা জানিয়েছে অপারেশান সিঁদুর অভিযান ২.০-এর জন্য তারা প্রস্তুত। কয়েক সপ্তাহ আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর গলায়তেও অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্বের কথা শোনা গিয়েছে। তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর থেকে আমাদের সেনা যে অভিজ্ঞতা নিয়েছে সেটা অপারেশান ২.০-এ কাজে লাগানো হবে।’

এমন অবস্থায় আসিম মুনিরের ভারতকে কড়া ভাষায় হুশিয়ারি দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ।

মুনির ভারতের পাশাপাশি আফগানিস্তানকেও হুঁশিয়ারি দিয়েছেন। মুনির জানিয়েছেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। কাউকে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব বিঘ্নিত করতে দেওয়া হবে না। যদি কেউ পাকিস্তানকে অশান্ত করার চেষ্টা করে তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *