বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের সর্বশেষ ছবি “রৈ রৈ বিনালে”–এর পাইরেসি মামলায় তৎপর হয়ে উঠেছে সাইবার পুলিশ। সম্প্রতি সিআইডির সাইবার শাখা এই ছবির পাইরেসির সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। সিআইডি পিএস মামলা নম্বর ১২/২৫–এর অধীনেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।
ছবির প্রযোজক শ্যামন্তক গৌতমের দায়ের করা আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই এই মামলাটি রুজু করা হয়। তাঁর এজাহারের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অনলাইনে পাইরেটেড কনটেন্ট শেয়ারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন অভিযুক্তকে শনাক্ত করা হয়।
কারিগরি সূত্র ও গোপন তথ্যের ভিত্তিতে সিআইডি ২০২৫ সালের ২০ নভেম্বর কোকরাঝাড় থেকে অভিযুক্ত রফিদুল ইসলামকে গ্রেফতার করে। এরপর বাকি দুই অভিযুক্ত মোঃ সাদ্দাম হোসেন ও মৌসুম গগৈকে যথাক্রমে ৬ ও ৭ ডিসেম্বর কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়। এই পাইরেসি নেটওয়ার্কের সঙ্গে আরও কেউ বা কোনও গোষ্ঠী জড়িত আছে কি না, তা জানতে তদন্ত চলছে।
জানা গেছে, বেঙ্গালুরু থেকে গ্রেফতার হওয়া দুই যুবককে সিআইডির একটি দল ইতিমধ্যেই অসমে নিয়ে এসেছে। উল্লেখ্য, এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৩১৮(২), কপিরাইট আইনের ধারা ৬৩/৬৫, আইটি আইনের ধারা ৬৬, পাশাপাশি পরবর্তীতে সংযোজিত বিএনএছ-এর ধারা ৬১(২) ও সিনেমাটোগ্রাফ আইনের ধারা ৬এএ, ৬এবি ও ৭ অন্তর্ভুক্ত করা হয়েছে।


