পাক-আফগান সীমান্তে সংঘর্ষে ২৩ তালেবান সেনা নিহত

৮ ডিসেম্বর : পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বেলুচিস্তানের চামান সীমান্তে গত দুই দিনের সংঘর্ষে কমপক্ষে ২৩ আফগান তালেবান সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউজ। সংবাদমাধ্যমটি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে রবিবার এ তথ্য প্রকাশ করে।

সূত্রের দাবি, শুক্রবার মধ্যরাতে চামানের জামান সেক্টরে প্রথমে আফগান তালেবান সেনারাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়েন। এর পরই পাকিস্তানের সেনারা পাল্টা জবাব দেয়। শুরুতে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিট ধরে টানা গোলাগুলির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষ তীব্র হলে পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্র মোতায়েন করে। রকেট লঞ্চার, কামান এবং অন্যান্য ভারী গোলাবারুদ ব্যবহার করে আফগান সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। এ হামলায় আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে।

একটি সূত্র আরও দাবি করেছে, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে পাকিস্তানি বাহিনী “নির্ভূল অস্ত্র” ব্যবহার করেছে। তবে প্রথম দফা হামলার পর আফগান সেনারা আশপাশের জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেই আবার গুলি ছোড়ে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, আফগান বাহিনীর ওই অবস্থান থেকে হামলার জবাবে পাকিস্তানও জনবহুল এলাকাগুলোর দিকে ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা আঘাত হানে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র : দ্য নিউজ, খবর দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *