এক বছরের সফল যাত্রার উন্নয়ন নিয়ে মন্ত্রীকে সাংবাদিক সুরজিৎ সেনের গ্রন্থ উপহার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : পাথারকান্দি বিধায়ক তথা রাজ্যের মীন পশু পাল ভেটেনারি ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বর্ষপূর্তিতে শনিবার রাত আলোকময় হয়ে উঠয়ে পাথারকান্দি মণ্ডলে উন্নয়নের একবছরের উজ্জ্বল পদচিহ্ন। অসম রাজ্যের করিতকর্মা মুখমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা-এর নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের ঠিক এক বছর পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় এক অনন্য উচ্ছ্বাসে জমে ওঠে পাথারকান্দি মণ্ডল কার্যালয়। চারপাশে রঙিন আলোর সজ্জা, কর্মীদের ব্যস্ত পদচারণা, আর শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক উপস্থিতিতে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো প্রাঙ্গণে। বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে আয়োজনটি পরিণত হয় এক প্রাণোচ্ছল মিলনমেলায়। শুভেচ্ছা জানাতে এদিন দলে-দলে কার্যালয়ে উপস্থিত হন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন সমাজঘনিষ্ঠ বিশিষ্টজন। মন্ত্রীর উন্নয়নমুখী একবছরের পদক্ষেপকে স্মরণীয় করে রাখতে স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষী সুরজিৎ সেন তাঁর নিজস্ব উদ্যোগে সংকলিত একটি বিশেষ গ্রন্থ অনুষ্ঠানে উপস্থিত মণ্ডল সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। মন্ত্রীর অনুপস্থিতিতেও বইটি হস্তান্তরের মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী। অনুষ্ঠানের শুরুতে দলের বরিষ্ঠ কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমার নব সিনহা অতিথিদের স্বাগত বক্তব্যে মন্ত্রীর একবছরের কর্মযজ্ঞের প্রশংসা করেন। পরে বইটির প্রকাশক সুরজিৎ সেন জানান এই গ্রন্থ শুধু একটি বই নয়, বরং আগামী প্রজন্মের কাছে হয়ে থাকবে উন্নয়নের এক নির্ভরযোগ্য দলিল।

তিনি উল্লেখ করেন, গত এক বছরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নে যেসব কার্যকর পদক্ষেপ নিয়েছেন তা পাথারকান্দির ভবিষ্যৎকে নতুন আলো দেখিয়েছে। সাংস্কৃতিক কর্মী সিদ্ধার্থ শেখর পালচৌধুরী তাঁর বক্তব্যে মন্ত্রীকে “বহুমুখী প্রতিভার অধিকারী” হিসেবে উল্লেখ করে বলেন—পাথারকান্দির প্রতিটি পরিবার আজ উন্নয়নের ছোঁয়া অনুভব করছে, যা সম্ভব হয়েছে মন্ত্রীর দূরদর্শিতা ও নেতৃত্বের কারণে। তাঁর কথায় অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। বর্ষপূর্তির আনন্দকে আরও রঙিন করে তুলতে দলীয় কর্মীরা কেক কেটে উদযাপন করেন এই ঐতিহাসিক দিনটি। মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা, জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাটি, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, সঞ্জীব দেবনাথ, শিক্ষাবিদ জ্যোতির্ময় নাথ, পান্না গোপ, রাজেশ দাস, দিলীপ পাল, মন্ত্রীর সচিব প্রীতিশ দাস, নিখিল সোমসহ বহু বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *