সোমবার গুয়াহাটিতে অসম ইলেক্ট্রিসিটি কনজ্যুমার অ্যাসোসিয়েশনের অভিবৰ্তন

বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : বিদ্যুৎ (সংশোধনী) বিল-২০২৫ বাতিলের দাবিতে বিদ্যুৎ গ্ৰাহকদের রাজ্য ভিত্তিক অল অসম ইলেক্ট্রিসিটি কনজ্যুমার অ্যাসোসিয়েশনের অভিবৰ্তন অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর, গুয়াহাটি বিষ্ণু-নিৰ্মলা ভবনে। অল অসম ইলেক্ট্রিসিটি কনজ্যুমার অ্যাসোসিয়েশনের অসম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক অজয় আচার্য বলেন, বিদ্যুৎ সংশোধনী বিল-২০২৫ জনস্বাৰ্থ বিরোধী। এই বিল শুধুমাত্ৰ কৰ্পোরেট গোষ্ঠীর স্বাৰ্থে পাস করাতে সরকার উঠে পড়ে লেগেছে। অসমের জনসাধারণ নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, এ রাজ্যেও আদানি গোষ্ঠীকে কিভাবে সুযোগ পাইয়ে দেওয়া হচ্ছে। ধুবুড়ির চাপরে ইতিমধ্যে ২০ হাজার পরিবারকে উচ্ছেদ করে কয়েক হাজার বিঘা জমি আদানিকে দেওয়া হয়েছে তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য। কৰ্পোরেট গোষ্ঠী উৎপাদন ব্যবস্থা কুক্ষিগত করার পর এখন বিতরণ ব্যবস্থাও নিজেদের দখলে নিতে চাইছে। ফলে এই বিলের বিরুদ্ধে প্ৰতিরোধ গড়ে উঠা খুবই জরুরি।

এই বিল প্ৰত্যাহারের দাবিতে অসমে আগামী দিনে ঐক্যবদ্ধ গ্ৰাহক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী ৮ ডিসেম্বর, গুয়াহাটির বিষ্ণু-নিৰ্মলা ভবনে সকাল ১১ টায় রাজ্য ভিত্তিক বিদ্যুৎ গ্ৰাহক অভিবৰ্তনে রাজ্যের সকল স্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *