৭ ডিসেম্বর : বেশ অসুস্থ নচিকেতা চক্রবর্তী। গত শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শিল্পী। জানা গিয়েছে, বুকে তীব্র ব্যাথা অনুভব করছিলেন তিনি। দেরি না করে তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পরীক্ষা করে দেখা যায় হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে শিল্পীর।
জানা যায়, নচিকেতার বুকে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। সংবাদমাধ্যমকে চিকিৎসকরা জানিয়েছেন যে ৬১ বছরের গায়কের অবস্থা এখন স্থিতিশীল।


