১৫ ডিসেম্বর থেকে  হাইলাকান্দিতে পাঁচ দিনের উদ্যোগ উৎসব

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : হাইলাকান্দি জেলা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স সেন্টার (DICC), এবং এএসআইডিসি-এর যৌথ উদ্যোগে আগামী ১৫ থেকে ১৯ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত এসএস কলেজ মাঠে জেলা উদ্যোগ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই পাঁচ দিনের উদ্যোক্তা-কেন্দ্রিক আয়োজনে অংশ নিতে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মূল লক্ষ্য স্থানীয় ব্যবসাকে আরও গতিশীল করা এবং বাজার সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি করা। এতে অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট এবং যোগ্য অংশগ্রহণকারীদের ভ্রমণ ভাতা (TA) প্রদান করা হবে।

এই সমাবেশে উদ্যোগের বিপণন ও বিক্রয় কৌশল সম্পর্কে হাতে-কলমে  ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি এতে বিভিন্ন সরকারি প্রকল্প ও স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার  প্রচেষ্টা চালানো হবে। এছাড়া ওপেন মার্কেট-এ পণ্য প্রদর্শনের সুযোগও থাকবে। এই উদ্যোগ সমাবেশে শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ এবং বাজার বিস্তারের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হবে।এই সমাবেশে। নেওয়ার জন্য আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর, ২০২৫

আবেদন ও যোগাযোগ: District Industries and Commerce Centre, কালীবাড়ি রোড, হাইলাকান্দি। বিশদ বিবরণের জন্য ফোন নম্বর 6001163958,  এবং 9435553823- যোগাযোগ করা যাবে।

ইমেল:dicc.hailakandi@assam.gov.in- যোগাযোগ করা যাবে। এই উদ্যোগের মাধ্যমে হাইলাকান্দি জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দক্ষতা, সম্পদ এবং নেটওয়ার্কিংয়ের গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন, যা জেলার অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে। উদ্যোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *