৬ ডিসেম্বর : ভয়াবহ আগুন নিউ ইয়র্কের একটি বাড়িতে। ঘটনায় গুরুতর আহত হন এক ভারতীয় ছাত্রী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে দু’দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তাঁর। নিউ ইয়র্কের ভারতীয় হাই কমিশন এই ঘটনার খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। মৃত ভারতীয় ছাত্রীর নাম সাহাজা রেড্ডি উদুমালা। তিনি নিউ ইয়র্কের আলবানিতে স্নাতকোত্তরের পড়ুয়া ছিলেন এবং স্থানীয় একটি বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়িতে তিনি আরও কয়েকজন ছাত্রছাত্রীর সঙ্গে থাকতেন।
গত বৃহস্পতিবার হঠাৎই আলবানির ওই ভাড়া বাড়িতে ভয়াবহ আগুন লাগে। ভিতরে থাকা ছাত্রছাত্রীরা পালানোর চেষ্টা করলেও অনেকেই বের হতে পারেননি। খবর পেয়ে আলবানি ফায়ার ডিপার্টমেন্ট এসে আগুন নেভায় এবং সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতদের মধ্যে ছিলেন ২৪ বছরের সাহাজা রেড্ডি উদুমালা। তাঁর অবস্থার অবনতি হতে থাকায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস। কঠিন সময়ে সাহাজার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তারা জানিয়েছে, প্রয়োজন হলে সব ধরনের সহায়তা করবে। অন্যদিকে, সাহাজার দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য যে খরচ পড়বে, তা জোগাড় করতে তাঁর পরিবার ইতিমধ্যেই অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।


