বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : বহুদিনের প্রতীক্ষিত শিলচর–সাইরাং রেলপথ প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর)। এই পদক্ষেপকে মিজোরামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক বিরাট অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, সংসদের বর্তমান অধিবেশন শেষ হওয়ার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার যৌথ উপস্থিতিতে প্রকল্পটির প্রতীকী উদ্বোধন (ভার্চুয়াল ফ্ল্যাগ অফ) করা হবে।
অসমের শিলচর থেকে মিজোরামের রাজধানী আইজলের নিকটবর্তী সাইরাং পর্যন্ত মূল রেলসংযোগ প্রকল্পটির পাশাপাশি, এনএফ রেলওয়ে জানিয়েছে যে থেনজাওল হয়ে হ্মাওংবুখুয়াহ পর্যন্ত সম্প্রসারণ প্রকল্পেও নীতিগত সম্মতি দেওয়া হয়েছে। যদিও এই সম্প্রসারণের চূড়ান্ত রুট এখনও নির্ধারণাধীন, এবং বর্তমানে এর বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত করার কাজ চলছে।
মিজোরামের পর্যটন সম্ভাবনা আরও বাড়াতে, স্বচ্ছ কাঁচের বড় জানালা-সম্বলিত ‘ভিস্তাডোম’ কোচ পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনাও করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা মিজোরামের পাহাড়, বন ও নৈসর্গিক সৌন্দর্যের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।
আধুনিকীকরণের অংশ হিসেবে, রাজ্যে কার্যকর ইনার লাইন পারমিট (ILP) ব্যবস্থাকেও আইআরসিটিসি-র অনলাইন টিকিট বুকিং পোর্টালের সঙ্গে সংযুক্ত করা হবে। সাইরাংয়ে আগত প্রতিটি ট্রেনে একটি করে কিউআর কোড থাকবে, যার মাধ্যমে যাত্রীরা সহজেই আইএলপি নিবন্ধন করতে পারবেন। ফলে গন্তব্যে পৌঁছানোর আগেই প্রবেশ অনুমতির প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।


