মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : তাঁদের প্রতি অবহেলা করবেন না, সমাজে আপনার যতটুকু অধিকার তাদেরও ততটুকু অধিকার তাই তাদের প্রতি ভালোবাসা উজাড় করে দেন তারা খুশি হলে ঈশ্বরও খুশি হবেন। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে এই ভাবে সকলের কাছে অনুরোধ রাখেন শ্রীভূমি জেলার অতিরিক্ত কমিশনার তথা জেলা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের ব্রাঞ্চ আধিকারিক অন্বেষা খেরসা। জেলা প্রশাসন উদ্যেগে জেলা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনায় এবং জেলার অগ্রণী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন ‘খুশি স্মৃতি সংস্থা”র পরিচালিত শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতনে সংস্থার সভানেত্রী সুলেখা দত্ত চৌধুরীর পৌরহিত্য সভায় অতিরিক্ত কমিশনার অন্বেষা খেরসা বলেন, দিব্যাঙ্গরা আজকাল পিছিয়ে নেই। সমাজের প্রতিজন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ণ ও মান উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন। উদাহরণ স্বরূপ অতি সম্প্রতি শ্রীলঙ্কায় বিশ্ব প্রতিবন্ধী ক্রিকেট প্রতিযোগিতায় ভারতের দৃষ্টিহীন দিব্যাঙ্গরা বিজয়ী হয়। এই জয়ের মাধ্যমে নজির সৃষ্টি করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এগিয়ে যেতে বলেন।
বক্তব্য রাখেন সংস্থার মুখ্য উপদেষ্টা সুব্রত চৌধুরী, শ্রীভুমি জেলা সমাজ কল্যাণ অফিসার এসএ ইসলাম, শ্রীভূমি জেলা পরিষদের সহ-সভাপতি সাথী রায় কুরি, সংস্থার কার্যকরী সভাপতি সৌমিত্র পাল, সভানেত্রী সুলেখা দত্ত চৌধুরী প্রমুখ। এদিনের সভার শুরুতে মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। অনুদানে দিব্যাঙ্গরা জুবিনের মায়াবিনী সঙ্গীত, সহ নাচে গানে কবিতায় নিজেদের প্রতিভা তুলে ধরে।
সভায় প্রতিজন দিব্যাঙ্গ শিশুদের হাতে কম্বল বিতরণ করা হয়। এদিন আলোচনার সঙ্গে দিব্যাঙ্গদের হাতে উপহার তুলে দেন সমাজকর্মী দীপঙ্কর মালাকার, শ্রীভূমির পুরসভার
কমিশনার ছন্দা রায় সিং, লঙ্গাই বাজারঘাট জিপির সভানেত্রী শান্তা চৌধুরী, জেলা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের পক্ষে দেবাশিস মালাকার, মধুমিতা শর্মা, খুশি স্মৃতি সংস্থার পক্ষ ছিলেন নন্দ কিশোর বণিক, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, পার্থ দাস, বিভাসচন্দ্র দাস, বিষ্ণুপদ নাগ, শিলা ভট্টাচার্য শ্রাবণী পাল, শিল্পী চক্রবর্তী, অর্পিতা ধর, সুমিতা রায়, উমা পাল, সন্ধ্যা কর, মন্টি পাল, বর্ণিতা সেন, রুবি মল্লিক, মুহিতলাল নমশূদ্র, মিঠুন নমশূদ্র প্রমুখ।


