নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : দ্বিতীয়বারের মতো সোনাই সমবায় সমিতির চেয়ারম্যান হলেন শেখ সাহারুল আলম। শুক্রবার সোনাই মাল্টিপারপাস হলে সমবায়ের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহারুল আলম দ্বিতীয়বার সমিতির চেয়ারম্যান মনোনীত করা হয়। পাশাপাশি ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন রামকৃষ্ণ নাথ। এর আগে নির্বাচনী রিটার্নিং অফিসার রায়হান আহমেদ লস্কর সদস্যদের শপথবাক্য পাঠ করান। সমিতির সচিব হবিবুর রহমান মজুমদার নবনির্বাচিত সদস্যদের বরণ করেন।
এদিন বোর্ড মিটিং শেষে প্রকাশ্যে এক সভা অনুষ্ঠিত। সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান সাহারুল আলম। তিনি সমিতির উন্নয়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। এছাড়া বক্তব্য রাখেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার, মস্তুফা জামান বড়ভূইয়া, আজাদ হোসেন লস্কর সহ অন্যান্যরা।


