মন্ত্রিত্বের বছরপূর্তি, কৃষ্ণেন্দু পালকে অভিনন্দন

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : ২০২৪ সালের ডিসেম্বর মাসের ৫ তারিখ সন্ধ্যা পাথারকান্দিবাসীর জন্য ছিল খুশী ও আনন্দের দিন। ইতিহাসের পাতায় চিরকাল সোনার অক্ষরে লেখা থাকবে। ঠিক এই দিনেই, রাজ্যের মুখ্যমন্ত্রী পাথারকান্দির দু’বারের বিধায়ক কৃষ্ণেন্দু পালকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। শুধু অন্তর্ভুক্তিই নয় তাঁর হাতে অর্পিত হয়েছে রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব।যেমন মীন পশু পালন ভেটানারি ও পূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব ভার দিয়েছিলন। এতে সেই সময়ে পাথারকান্দিবাসী দাবির প্রতি সম্মান জানিয়ে কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী সভায় স্থান দিয়েছিন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল উন্নয়নের স্বার্থে রাজনীতি করে আসছেন। বার্তমানে মন্ত্রী হয়ে বরাবরই রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এবং আগামীতে আরও বৃহৎ ভূমিকা রাখবে৷ তা পাথারকান্দির জন্য সম্মান জনতার মাঝে আনন্দের ঢল কৃষ্ণেন্দু কে নিয়ে। সেই ঐতিহাসিক ৫ ডিসেম্বর ২০২৪ এর সন্ধ্যা ঘোষণা হতেই পাথারকান্দি জুড়ে বইতে থাকে আনন্দের জোয়ার। শহরজুড়ে বাজি, মিষ্টি বিতরণ, অভিনন্দন-র‌্যালি—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়ে উঠেছি। দলীয় নেতা কর্মী থেকে সাধারণ মানুষ সবাই আজ এক স্বরে বলছেএ শুধুই একজন মানুষের সাফল্য নয়, পাথারকান্দি মাটির সম্মান।দলীয় নেতাকর্মীরা  প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে নেতাকর্মীরা বলেন মুখ্যমন্ত্রীর প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। পাথারকান্দির জনপ্রিয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে যেভাবে কেবিনেটে স্থান দেওয়া হয়েছে, তা আমাদের বছরের পর বছর ধরে করা উন্নয়নমূলক সংগ্রামের স্বীকৃতি।

এদিন তাঁরা মুখ্যমন্ত্রীসহ নবনিযুক্ত মন্ত্রীর উদ্দেশে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। কৃষ্ণেন্দু পালের দায়িত্ব গ্রহণ উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হয়ে পাথারকান্দির সহ গোটা রাজ্যে জোড়ে কৃষ্ণেন্দু পাল দায়িত্ব গ্রহণের পর বলেন এই সম্মান শুধু আমার নয়, পাথারকান্দির মানুষ ও কর্মীদের। রাজ্যের উন্নয়নের পাশাপাশি আমার লক্ষ্য থাকবে পাথারকান্দির সার্বিক পরিবর্তন নিশ্চিত করা।তাঁর নেতৃত্বে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই গতি আসবে বলে আশা করছেন সাধারণ মানুষ। ৫ ডিসেম্বর একটি তারিখ, যা বহন করবে পাথারকান্দির ইতিহাস। আজকের দিনটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়; এটি পাথারকান্দির জনতার চোখে একটি স্বপ্নপূরণের দিন হয়ে উঠেছে। একটি ছোট সীমান্তাঞ্চল থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে উঠে আসা এ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো অঞ্চলের উন্নয়নযাত্রার অধ্যায়।পাথারকান্দিতে দলীয় নেতাকর্মীরা আজ উদযাপন করছে নিজের গৌরব মন্ত্রীত্বের একবছর পূর্তিতে। তারা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি শুভেচ্ছা এবং সামনে আরও উন্নত ভবিষ্যতের প্রত্যাশা করছেন।

মন্ত্রীত্বের এক বছর পূর্তিতে আবার উৎসবের আবহন পাথারকান্দির দলীয় মহলে দলের নেতা কর্মীরা নতুন উদ্যমে উদযাপন করছেন কৃষ্ণেন্দু পালের মন্ত্রীত্বের এক বছর পূর্তি। তাদের কণ্ঠে কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর প্রতি, এবং অন্তরভরা শুভেচ্ছা কৃষ্ণেন্দু পালের উদ্দেশে। সবাইয়ের প্রত্যাশা আগামী দিনে পাথারকান্দির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, আর ৫ ডিসেম্বর হবে চিরদিনের মতো পাথারকান্দির গৌরবের দিন। দিনটি পাথারকান্দি চিরকাল মনে রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *