৫ ডিসেম্বর : দু’দিনের ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin In India)। বৃহস্পতিবার পালাম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তাঁর ভারত সফরের দ্বিতীয় দিন। এদিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে রুশ প্রেসিডেন্টের
এদিন প্রথমে রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। পৌঁছোনোর পরই তাঁকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদি। এরপর মহাত্মা গান্ধির সমাধিস্থল রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করলেন পুতিন। সেখান থেকে তাঁর গন্তব্য দিল্লির হায়দরাবাদ হাউস। সেখানে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষবৈঠকে যোগদান করবেন পুতিন। পাশাপাশি, এদিন দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হতে পারে।
দু’দিনের ভারত সফরে গতকাল সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে পুতিনের উড়ান। সেখানে তাঁকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে হাজির হয়েছিলেন মোদি। করমর্দন এবং সৌজন্য বিনিময়ের পর একই গাড়িতে সওয়ার হন দুই রাষ্ট্রনেতা। রাতে প্রধানমন্ত্রীর লোককল্যাণ মার্গের বাসভবনে পুতিন তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন। এবার ভারত সফরে পুতিনের উপস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা হতে পারে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে অন্যতম, রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নততর সংস্করণ এস-৫০০ কেনা। প্রতিরক্ষা, বাণিজ্য, ভূ-কৌশল-সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা হবে বলে সূত্রের খবর। সন্ধে ৭ টায় পুতিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। রাত ৯ টায় রাশিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।


