মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : পাথারকান্দিট কটামণি এলাকার আল্ট্ৰা ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হল।
বৃহস্পতিবার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধনের পর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আকবর আলির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে মন্ত্রী উদ্যোগতাদের ধন্যবাদ জানিয়ে বলেন,এই প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল বহুদিন ধরে। আল্ট্ৰা ডায়াগনস্টিক সেন্টার সেই শূন্যস্থান পূরণ করবে।


