বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : জেহাদিদের বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে অসম পুলিশ। কিছু মানুষ সামাজিক মাধ্যমেও জেহাদিদের সমর্থনে মন্তব্য প্রকাশ করছে বলে লক্ষ্য করা গেছে। এইসব অসম-বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে আগামী দিনে কঠোর ব্যবস্থা গ্রহণের পথে এগোচ্ছে অসম পুলিশ।
জামাত-উল-মুজাহিদিনের উপর কড়া নজর রাখছে অসম পুলিশ। আনসারুল্লাহ বাংলা টিমের বিরুদ্ধেও রয়েছে পুলিশের কঠোর নজরদারি। পুলিশের নজরে রয়েছে সন্ত্রাসবাদী সংগঠন AQIS-ও। আল কায়েদার সঙ্গে যুক্ত এই সংগঠনটির নাম আনসার আল ইসলাম (AQIS)।
জেহাদি সংক্রান্ত সমস্ত ধরনের প্রচার-প্রসার রাজ্যে বেআইনি ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যমেও কড়া নজরদারি চালাচ্ছে অসম পুলিশ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে BNSS-এর ৯৮ ধারা অনুযায়ী কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করবে অসম পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি অসমে জেহাদি শক্তির কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলে লক্ষ্য করা গিয়েছিল। খারুপেটিয়ায় এক জেহাদিকে গ্রেফতার করা হয়। ধৃত জেহাদিটির সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের জেহাদিদের যোগসূত্র পাওয়া গিয়েছে।


