সোনাইর হাতিখাল বাজার থেকে উদ্ধার হেরোইন, গ্রেফতার এক

বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : সোনাইর হাতিখাল বাজার থেকে হেরোইন উদ্ধার সহ এক খুচরো ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যারাতে হাতিখাল বাজারে এক মাদক বিরোধী অভিযানে নামে কচুদরম পুলিশ। থানার ওসি অপূর্ব বরার নেতৃত্বে এই অভিযানে নেমে পুলিশ বিদ্রোহীপারের বাসিন্দা জাবির হোসেন আহমেদের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে জাবিরের ঘর থেকে ৩১টি কৌটা ও একটি সাবান কেস ভর্তি সন্দেহজনক মাদকদ্রব্য, নগদ ৪৬৮৫০ টাকা সহ একটি মোবাইল উদ্ধার করা হয়। সন্দোহজনক মাদকদ্রব্য গুলি পুলিশের ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে পরীক্ষা করলে হেরোইন পজিটিভ ধরা পড়ে। পরে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে সর্বমোট ৩১গ্রাম হেরোইন, নগদ অর্থ সহ ১টি মোবাইল বাজেয়াপ্ত করার পাশাপাশি জাবির হোসেন আহমেদকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে যায় পুলিশ।

সুত্রে জানা গিয়েছে, হাতিখালে বাজারে উপহার সামগ্রীর দোকানে বসে হেরোইনের খুচরো বিক্রি করতো জাবির। এর আগেও সে এনডিপিএস আইনের আওতায় সাজাপ্রাপ্ত। আবারও তার গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সচেতন নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *