মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : পাথারকান্দি কেন্দ্রের সীমান্ত ঘেঁষা কটামণি এলাকার প্রত্যন্ত অঞ্চল দশডাব্বা খাসি খাসিয়াপুঞ্জিতে এক স্মরণীয় রাত কাটালেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। মঙ্গলবার শ্রীভূমি জেলায় সফরকালীন সময়ে তিনি রাতে খাসি, চোরেই, রাংলং, মগসহ বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক উপস্থাপনা প্রত্যক্ষ করেন দশডাব্বা খাসিয়াপুঞ্জিতে। এতে স্থানীয় জনজাতি শিল্পীদের পরিবেশিত নৃত্য, গান ও ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান মন্ত্রীকে গভীরভাবে মুগ্ধ করে।
এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনজাতি জনগোষ্ঠীর জীবনধারা, ইতিহাস এবং প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত ঐতিহ্যের বর্ণিল প্রকাশ ঘটে। উপস্থিত জনতা উৎসাহের সঙ্গে এই পরিবেশনা উপভোগ করেন।সফরকালে শিক্ষামন্ত্রী শ্রীভূমি অঞ্চলের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ও করেন। স্থানীয় শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক সংরক্ষণ এবং জনজীবনের প্রয়োজনে বিভিন্ন সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, দশডাব্বা খাসিয়াপুঞ্জির মানুষের আন্তরিকতা ও উষ্ণ আতিথেয়তা তাঁকে বিশেষভাবে স্পর্শ করেছে। তিনি বলেন, এই পুঞ্জির মানুষের ভালোবাসা ও হৃদ্যতা সারাজীবন মনে রাখার মতো। এমন সরল, অতিথিপরায়ণ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ মানুষদের সঙ্গে সময় কাটাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। মন্ত্রী রণোজ পেগুর এই সফরে স্থানীয়দের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনজাতি সংস্কৃতির স্বীকৃতি ও উন্নয়নমূলক আলোচনার এই উদ্যোগ ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।


