মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : এবার ভুয়ো চিকিৎসকের হদিশ মিলল শ্রীভূমি জেলায়। বুধবার কঙ্কন ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে ভুয়ো চিকিৎসার অভিযোগে আটক করল শ্রীভূমি পুলিশ। শিলচরের বাসিন্দা নিখিল দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
নিখিল দাস মুখ্যমন্ত্রীর দফতর ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পাশাপাশি তথ্য জানার অধিকার (RTI) আইনের মাধ্যমে অভিযুক্তের নথিপত্র সংগ্রহ করেন। সেই নথিতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপর তিনি কাছাড় ও শ্রীভূমি জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, দিসপুরের স্বাস্থ্য দফতরের মুখ্য কার্যালয় এবং পুলিশের গোয়েন্দা শাখাকে বিষয়টি অবগত করেন। দীর্ঘ তদন্তের পর অবশেষে পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলার লাতু বালিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চেম্বার খুলে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন কঙ্কন ভট্টাচার্য। কিন্তু তার কাছে কোনও বৈধ চিকিৎসা ডিগ্রি বা অনুমোদিত সনদপত্র ছিল না।


