বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ মঙ্গলবার সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার সাক্ষরতা দিবস ২০২৫ উদযাপন করে। আধুনিক প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, বিভাগীয় প্রধান ড. ও. মেমা দেবী, ড. অভিজিৎ পাল, দীপাঞ্জলি পাল, ওহিদ মোস্তফা মজুমদার এবং অতিথি শিক্ষক অমিত কুমার রায়। বিশ্ববিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরাও এতে অংশ নেন ।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বড়ভূইয়া স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। মুখ্য অতিথি ড. অভিজিৎ নাথ শিক্ষার্থীদের দায়িত্বশীল ডিজিটাল ব্যবহারে উৎসাহিত করে আধুনিক শিক্ষায় প্রযুক্তির অপরিহার্যতা তুলে ধরেন। ড. ও. মেমা দেবী কম্পিউটার সাক্ষরতা দিবসের তাৎপর্য ও বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার বিস্তৃতি নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া ড. অভিজিৎ পাল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের কোর্স ও প্রাক্তন শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন।


