বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে এবার অ্যাকশন মুডে পাঁচগ্ৰাম বনবিভাগ। পাঁচগ্ৰাম বনবিভাগের এক বিশেষ টিমের নেতৃত্বে অভিযান চালিয়ে বালু ভর্তি ৬টি অবৈধ টিপার আটক করা হয়েছে। কাটাখাল বিট অফিসের অধীন কালীনগর তৃতীয় খণ্ড এলাকা থেকে পাঁচগ্ৰাম রেঞ্জ ফরেস্ট অফিসার দেবাশিস নাথ ও বিট অফিসার সবিনয় দেবের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অবৈধভাবে বালু পাচারের দায়ে ডাম্পার আটক করেছে বনবিভাগ।
প্রাপ্ত তথ্য মতে, কাটাখাল কালীনগরের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী চক্র অবৈধভাবে বালু পাচার করে আসছিল। অবৈধ বালু পাচারের বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা কাটাখাল বিট অফিসে খবর দেন। স্থানীয়দের ও কাটাখাল পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাত ১২টায় অভিযানে নেমে সাফল্য অর্জন করেছে পাঁচগ্ৰাম বনবিভাগ। পাঁচগ্ৰাম বনবিভাগের রেঞ্জ ফরেস্ট অফিসার দেবাশিস নাথ ও বিট অফিসার সবিনয় দেবের নেতৃত্বে বনকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু পাচারের অভিযোগে ৬টি বালু ভর্তি টিপার আটক করে বর্তমানে কাটাখাল বিট অফিসের হেফাজতে রয়েছে।

এ ঘটনায় আটক টিপার গুলির বিরুদ্ধে বনআইন অনুযায়ী সরকারি রাজস্ব আদায়ের প্রস্তুতি চলছে। বিট অফিসার সবিনয় দেব জানান, অবৈধভাবে বালু পাচারকারীদের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


