মানসিক নির্যাতন করা হচ্ছে দাদাকে, দাবি ইমরানের বোনের

৩ ডিসেম্বর : প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দেখার করলেন তাঁর বোন ডাক্তার উজমা খানুম। ইমরান খানের ‘কারাগারের গোপনীয়তা’ ঘিরে আন্তর্জাতিক নজরদারি ও প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই এই পদক্ষেপ নেয় পাকিস্তান প্রশাসন। ইমরানের সঙ্গে দেখা করার পর উজমা বলেন, ‘দাদা ঠিক আছে। তবে মানসিক নির্যাতন করা হচ্ছে ওকে। সারাদিন ওকে বন্ধ করে রাখা হয়ে একটা কুঠরিতে। কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। ’ উজমা জানান, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ইমরান। তবে উজমার সঙ্গে ইমরানের সাক্ষাৎ হওয়ার পর পিটিআই সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে। বহু পিটিআই সমর্থক জেলের বাইরে তাদের প্রিয় নেতার কথা জানতে অপেক্ষায় ছিলেন। উজমা তাদের আশ্বস্ত করেছেন।

গত ২৬ দিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কোনও খবর প্রকাশ্যে আসেনি। এমনকি কাউকে তার সঙ্গে দেখাও করতে দেওয়া হয়নি। এতেই আশঙ্কা ছড়ায় ইমরানকে মেরে ফেলা হয়েছে। এরপর থেকে পিটিআই সমর্থকরা আদিয়ালা জেলের সামনে ভিড় জমাতে শুরু করেন। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার কার্যত চরম হুঁশিয়ারি দেন ইমরানের দল পিটিআই সদস্য-সমর্থকরা। ইসলামাবাদ হাই কোর্ট ও আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ মিছিলের ডাক দেন তারা। ইমরানের সঙ্গে দেখা না হলে জেল ভেঙে ফেলার পথে হাটবে বলে হুঁশিয়ার করা হয়। এরপরই ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার সিদ্ধান্ত নেন জেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *