২ ডিসেম্বর : বন্যাকবলিত শ্রীলঙ্কার পাশে থাকতে গিয়ে উল্টো চরম বিড়ম্বনায় পড়ল পাকিস্তান। কলম্বো অভিমুখী পাকিস্তানের ত্রাণবাহী কার্গো থেকে এমন সব ছবি সামনে এসেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে—প্যাকেজগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। এই ছবিগুলো পাকিস্তানের হাইকমিশন নিজেই সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে, আর পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই তীব্র সমালোচনার ঝড় ওঠে।
হাইকমিশন যখন পোস্ট করে, তখন লিখেছিল, “সবসময় একসঙ্গে—পাকিস্তান আজ এবং সবসময় শ্রীলঙ্কার পাশে।” কিন্তু সেই বার্তা মুহূর্তেই ছাপিয়ে যায় তোলা ছবিগুলো। অনেক প্যাকেটে দেখা যায় স্পষ্ট লেখা—“EXP: 10/2024”, অর্থাৎ অক্টোবর ২০২৪-এর আগে পর্যন্ত বৈধ। অর্থাৎ এসব সামগ্রী মেয়াদোত্তীর্ণ হওয়ারও এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে।
ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন—প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পাকিস্তান কীভাবে মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাঠায়? আরও বিস্ময়ের বিষয়, হাইকমিশন নিজেরাই কেন এমন প্যাকেটের ছবি পোস্ট করল, তা নিয়েও সমালোচনা হচ্ছে।


