মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় সুবিধামতো পোস্টিং দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা বাজার দর চলছে বিষয়য়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে খোলসা করেন খোদ বিজেপি নেতা। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু শ্রীভূমিতে পা রাখলে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়লে ঘটনার তদন্তের আশ্বাস দেন। মন্ত্রী পেগু এবিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলায় অভিভাবক মন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে সদ্য নিয়োগ প্রাপ্ত গ্রেজুয়েট ও পোস্ট গ্রেজুয়েট শিক্ষদের পোস্টিং হবে।
এদিন শ্রীভূমিতে উপস্থিত হয়েই তিনি প্রথমেই শহরের ঘটলাইন এলাকায় নির্মিয়মান উপজাতি ছাত্রবাসের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সঞ্জীব বণিক প্রমুখ।
উল্লেখ্য, শ্রীভূমি জেলার খোদ বিজেপির প্রদেশ স্তরের এক নেতা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই অভিযোগ উত্থাপন করে তদন্তের দাবি জানানোর ঘটনায় শাসক দলের অন্দর মহলেও বিস্তর চাপান উতোর সৃষ্টি হয়েছে।


