বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : নগাঁও জেলার কলিয়াবরের সোনারী শাখা চা-বাগানে মঙ্গলবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। চা শ্রমিকরা “অখিল গগৈ মুর্দাবাদ” স্লোগান তুলে বিক্ষোভে সরব হন।
বিধানসভায় চা শ্রমিকদের ভূমি পট্টা প্রদানের বিষয়ে অখিল গগৈয়ের মন্তব্যকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসম্ভব অসন্তোষ দেখা দেয়। মন্তব্যের পরপরই নগাঁও জেলার প্রায় সব চা- বাগানেই অখিল গগৈয়ের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সোনারী শাখা চা-বাগানের বিক্ষোভে শ্রমিকরা একত্রিত হয়ে অখিল গগৈয়ের কুশপুতুল দাহ করে ক্ষোভ উগরে দেন। শ্রমিকদের অভিযোগ—দীর্ঘদিন ধরে শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা বলে নিজেকে প্রচার করলেও বাগানের বাস্তব সমস্যার সমাধানে অখিল গগৈ উল্লেখযোগ্য ভূমিকা নেননি।
শ্রমিকদের আরও বক্তব্য, “চা শ্রমিকের কষ্ট-সংগ্রামের সঙ্গে জড়িত এই ভূমিতে রাজনৈতিক নাটক চলতে দেওয়া হবে না।” ফলে এই ঘটনাকে কেন্দ্র করে চা বাগানে নতুন রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—যে নেতা শ্রমিকদের অধিকার রক্ষা করবে, শ্রমিকরা তার পাশেই থাকবে; আর বিভাজন বা ভুল তথ্যের রাজনীতি করা কোনো নেতাকে বাগানে গ্রহণ করা হবে না।
এদিকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার চা শ্রমিকদের ভূমি পট্টা প্রদানের সিদ্ধান্তে কলিয়াবর এলাকার শ্রমিকরা কৃতজ্ঞতা জানিয়েছে। অসম চা মজদুর সংঘের নগাঁও জেলা শাখা এক বিবৃতিতে জানায়—“ভূমি পট্টা দীর্ঘদিনের দাবি ছিল। মুখ্যমন্ত্রী সেই প্রত্যাশা পূরণ করেছেন। একজন শ্রমিকের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”


