বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : দরং জেলার খাড়পুটিয়ায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেন একজন ব্যক্তি। আহতের নাম মুন্না সাহা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী অনন্ত বিশ্বাসের সঙ্গে আর্থিক লেনদেন–সংক্রান্ত বিবাদের জেরে এই গুলিকাণ্ড ঘটে।
সূত্রের মতে, সাহা কিছুদিন আগে বিশ্বাসকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধার দিয়েছিলেন। সেই অর্থ লেনদেন ঘিরেই উত্তেজনা বাড়তে থাকে। মঙ্গলবার রাতে অনন্ত বিশ্বাসের জুয়েলারি দোকানেই তর্কাতর্কি তীব্র রূপ নেয় এবং শেষ পর্যন্ত পরিস্থিতি গুলিগুলির পর্যায়ে পৌঁছায়।
গুলিতে মুননা সাহা আহত হন এবং তাঁকে তৎক্ষণাৎ গুয়াহাটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে (GMCH) ভর্তি করা হয় জরুরি চিকিৎসার জন্য।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান থেকে একটি ৯ মি.মি. পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। অনন্ত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার সঠিক ক্রম নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, খাড়পুটিয়া এলাকায় এমন সহিংস ঘটনা বিরল হওয়ায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন।


