২ ডিসেম্বর : ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সবাই উদ্বিগ্ন। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তা’আলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে, আল্লাহ তা’আলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের যোগ দেয়ার কথা শোনা গেছে। ইতোমধ্যে ৫ সদস্যের একটি প্রাথমিক দল গতকাল সোমবার ঢাকায় এসেছে এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছে, মূল টিম আজ মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ নিয়ে বিএনপির পক্ষ থেকে কিংবা দায়িত্বশীল কোনো নেতা মন্তব্য করতে চাননি। দলের একটি সূত্রের দাবি, চিনের চিকিৎসকদের আসার কথা। এ বিষয়ে দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। জানা যায়, কয়েকদিন ধরেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার খারাপ খবর দিচ্ছিলেন চিকিৎসকরা। তাকে নেওয়া হয়েছে সিসিইউতে। গতকাল সোমবার রাত ৮ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে, বিভ্রান্ত হবেন না। বিএনপির চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।


