রফিক উদ্দিন লস্কর স্মরণে শোকসভা, শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : সোনাই শিক্ষা খণ্ডের অন্তর্গত সৈয়দপুর ক্লাস্টারের ৭৮২ নম্বর সৈয়দপুর এলপি স্কুলের প্রধানশিক্ষক রফিক উদ্দিন লস্করের মৃত্যুতে সমগ্র শিক্ষক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গত ২৮ নভেম্বর তাঁর মৃত্যুর সংবাদে শিক্ষা মহলসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃহৎ শোকসভা অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত প্রধানশিক্ষকের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা।

শোকসভায় উপস্থিত ছিলেন সোনাই ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার  নন্দিনী মুখার্জি, স্কুলের উপ-পরিদর্শক সতীশ কৈরী, বিআরপি সাবিনা সুলতানা মজুমদার ও এসএম ফিরোজ লস্কর এবং সিআরসিসি আফসর হোসেন মজুমদার, সামিম হোসেন লস্কর, শাহা আলম লস্কর, দিলওয়ার হোসেন ও মাসহুদ আহমেদ লস্কর।

এছাড়া উপস্থিত ছিলেন শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মেলনের সম্পাদক ফয়জুল হক মাঝারভূইয়া, উপসভাপতি মিহির ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সুদীপ দে; কাছাড় জেলা এমবি অ্যাসোসিয়েশনের সম্পাদক রাহুল আলম বড়ভূইয়া; সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের প্রাক্তন সম্পাদক লতিবুর রহমান লস্কর, উপদেষ্টা প্রবীর সিনহা, সভাপতি শিবেন্দ্র চন্দ্র দাস ও সম্পাদক আজমল হোসেন মজুমদার।

বক্তারা রফিক উদ্দিন লস্করের নিষ্ঠা, দায়িত্ববোধ, বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদান এবং ছাত্রছাত্রীদের প্রতি তাঁর অগাধ মমতার কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। শোকসভায় তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভা শেষে অতিথিবৃন্দ সম্মিলিতভাবে সৈয়দপুর পঞ্চম খণ্ডে প্রয়াত শিক্ষকের বাসভবনে যান। সেখানে তাঁরা তাঁর বৃদ্ধ মা–বাবা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *