জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : বিশ্ব এইডস দিবস উপলক্ষে সোমবার শ্রীভূমিতে একাধিক সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে এইচআইভি এইডস প্রতিরোধে বৈশ্বিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করা এবং কলঙ্ক ও বৈষম্য দূরীকরণে সমাজকে উৎসাহিত করা। দিনের কর্মসূচি শুরু হয় একটি সচেতনতা র্যালির মাধ্যমে, যা উদ্বোধন করেন স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাঃ মতীন্দ্র সূত্রধর, উপস্থিত ছিলেন জেলা টিবি কর্মকর্তা ডাঃ রোশন আরা বেগম, জেলা নোডাল অফিসার ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম ডাঃ জাকির হোসেন, এইডস কন্ট্রোল প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী। এতে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, যুব স্বেচ্ছাসেবক এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা এইচআইভি প্রতিরোধ, নিরাপদ আচরণ, নিয়মিত পরীক্ষা এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন সচেতনবার্তা ছড়িয়ে দেন। র্যালি শেষে করিমগঞ্জ সিভিল হাসপাতালের কনফারেন্স হলে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়।
বক্তারা বিশ্ব এইডস দিবসের মূল প্রতিপাদ্য তুলে ধরে বলেন যে, রোগের প্রারম্ভিক সনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা গ্রহণ, গোপনীয়তা রক্ষা এবং সমাজের সহায়তা, এই সবই এইচআইভি মুক্ত সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক কলঙ্ক দূরীকরণ এবং এইচআইভি ব্যবস্থাপনায় মানসিক স্বাস্থ্য সহায়তা যুক্ত করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়। কর্মসূচিতে সরকার এইডস কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আরও সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজের প্রতিটি স্তরে তথ্যপ্রদান জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। উপস্থিত সকলেই প্রতিজ্ঞা করেন যে, তাঁরা সঠিক তথ্য প্রচার, পরীক্ষা করাতে উৎসাহ দেওয়া এবং এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তি ও তাঁদের পরিবারকে সহায়তা করে যাবেন। স্বাস্থ্য বিভাগ থেকে আশাকর্মী, সম্প্রদায়ভিত্তিক সংগঠন, এনজিও এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।


