বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : শ্রীভূমির নিলাম বাজারের মসজিদের ইমাম তথা নিলাম বাজার মিরাবাড়ি টাইটেল মাদ্রাসার শিক্ষক মওলানা আব্দুল বাসেত নূরী তাঁর উপস্থিত বুদ্ধি ও মানবিক উদ্যোগে প্রাণে রক্ষা পেলেন মোট সাতজন হিন্দু যাত্রী।
সোমবার ভোরে ত্রিপুরার দিক থেকে আসা একটি ইকো স্পোর্টস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাশের পুকুরে গিয়ে পড়ে। গাড়ির ভেতরে থাকা ৬ জন যাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিজে থেকে বেরোনোর মতো অবস্থায় কেউই ছিলেন না।
দুর্ঘটনার শব্দ পেয়ে নিলাম বাজার মসজিদের ইমাম আব্দুল বাসিত দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে দৌঁড়ে এসে মসজিদের মাইকে দুর্ঘটনার খবর ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন ছুটে আসে। ইমাম সাহেব নিজেও জলে নেমে পড়েন।
গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে ইমাম বাসিত চালকসহ সাতজনকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হন। তাঁদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ইমামের সাহস ও দ্রুত সিদ্ধান্ত বড়সড় অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করল সাতটি প্রাণ।


