১ ডিসেম্বর : ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র তাণ্ডবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ইতিমধ্যে সেখানে ৩৩৪ জনের মৃত্যুর (Death) খবর পাওয়া গিয়েছে।
রবিবার রাতে শ্রীলঙ্কার ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের তরফে বিবৃতি দিয়ে ৩৩৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ৩৭০ জন। ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এমনকি আগামী কয়েকদিনের জন্য বন্যা সতর্কতা জারি করা হয়েছে সেখানে।
এদিকে বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। শুরু হয়েছে অপারেশন সাগরবন্ধু। দ্বীপরাষ্ট্রে আটকে থাকা ভারতীয়দের দফায় দফায় উদ্ধার করা হয়েছে। বিপুল ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছে ভারতীয় বায়ুসেনার IL-76 এবং C-130J বিমান। ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও কলম্বোয় পৌঁছেছে শ্রীলঙ্কাবাসীকে সাহায্য করার জন্য। জানা গিয়েছে, পুত্তালম এবং বাদুল্লা এলাকায় কাজ করছে এনডিআরএফ। জোরকদমে চলছে উদ্ধারকাজ।


