মণিপুরের বিভিন্ন স্থানে বিশ্ব এইডস দিবসে সচেতনতামূলক কর্মসূচি আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : আজ, বিশ্ব এইডস দিবস উপলক্ষে মণিপুরের বড়বেকরা, কদমতলা, কৈমাই এবং নুংবা এলাকায় সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করল আসাম রাইফেলস।এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল এইচআইভি প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং রোগটি নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করা।

চিকিৎসাকর্মী এবং প্রশিক্ষিত কর্মকর্তারা নেতৃত্ব দেন বিভিন্ন ইন্টার‌্যাকটিভ সেশনে। সেখানে এইচআইভি ছড়ানোর উপায়, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দায়িত্বশীল স্বাস্থ্য আচরণ গড়ে তোলা এবং আক্রান্তদের জন্য সহায়ক পরিবেশ তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়।

এই সচেতনতামূলক সেশনগুলির মাধ্যমে ১৫০-রও বেশি মানুষ উপকৃত হন। আসাম রাইফেলস জানিয়েছে, তারা শুধু অঞ্চলটির নিরাপত্তাই নয়, স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার প্রতিও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *