বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : নগাঁও জেলার কাঞ্চনপুর এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নেমে এসেছে শোকের ছায়া । রবিবার রাতে ঘটে যাওয়া এই দুঃখজনক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন যুবক।
রাতের আঁধারে নগাঁওয়ের রূপহিহাট এলাকায় ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। জানা গেছে, তারা তিনজন একই বাইকে করে যাত্রা করছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুবকরা রূপহি থেকে বালিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কোনও যানবাহনের সঙ্গে সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপহিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগাঁওয়ে পাঠায়।
পুলিশ নিহত তিন যুবকের পরিচয় শনাক্ত করেছে। তাঁদের নাম—রাজদুল হক, মেহেদি আলম এবং সাকিল আহমেদ। তিনজনই কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রূপহিহাট থানার পুলিশ।


