বিহারে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৭৫ শতাংশ

১১ নভেম্বর : একপ্রকার নির্বিঘ্নেই সম্পন্ন হল বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের রেকর্ডকেও ছাপিয়ে গেল দ্বিতীয় দফার নির্বাচন। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৭৫ শতাংশের উপরে। এখনও বেশ কয়েকটি বুথে ভোট গ্রহন চলছে। যা বিহারের রাজনৈতিক ইতিহাসে কস্মিনকালে হয়নি।

জানা গিয়েছে, মঙ্গলবার বিহারের দ্বিতীয় দফায় ভোট হয়েছে ১২২টি আসনে। এর আগে গত বৃহস্পতিবার ১৮টি জেলায় ১২১টি বিধানসভা আসনে ভোট হয়েছে। প্রথম দফায় পোলিংয়ের হার ছিল ৬৪.৬৬। স্বাধীনতার পর এত হারে ভোট বিহারের কোনও নির্বাচনে পড়েনি। কিন্তু মঙ্গলবার যে হারে ভোট পড়ছে তাতে ভোটদান প্রায় ৭৫ শতাংশ ছুঁয়েছে। যেখানে গত বিধানসভা নির্বাচনে বিহারে ভোট পড়েছিল মাত্র ৫৭ শতাংশ।

কিশনগঞ্জ জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬ টা পর্যন্ত কিশনগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৭৮.৫২ শতাংশ, বাহাদুরগঞ্জ কেন্দ্রে ৭২.৫৪ শতাংশ, কোচাধামন কেন্দ্রে ৭৫.৯৫ শতাংশ ও ঠাকুরগঞ্জ কেন্দ্রে ৭৭.৯৮ শতাংশ ভোট পড়েছে।

একপ্রকার শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। কিশনগঞ্জ জেলার ১৩৬৬টি বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আধাসামরিক বাহিনী। এদিন সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপের খবর আসে। সেই বুথগুলিতে ভোটগ্রহণ সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে সেই ইভিএম পালটে ভোট শুরু হয়। এদিন বুথজাম বা ছাপ্পা ভোটের অভিযোগ আসেনি বলে জানিয়েছেন জেলাশাসক বিশাল রাজ ও পুলিশসুপার সাগর কুমার। আগামী ১৪ নভেম্বর শুক্রবার বিহারে ভোট গণনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *