মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি অভিজিৎ রায়ের বাড়িতে দিনের আলোয় চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল শ্রীভূমি শহরে। বনমালী রোডের বাসভবনে হানা দিয়ে চোরেরা লুট করে নিয়ে গেছে নগদ এক লক্ষ টাকা ও সোনার অলঙ্কারসহ মূল্যবান সামগ্রী।
জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। এরপর আলমারি ভেঙে হাতিয়ে নেয় গচ্ছিত টাকা ও স্বর্ণালঙ্কার। খবর পেয়ে শ্রীভূমি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পরিবারের পক্ষ থেকে বাড়ির পরিচারিকাকে সন্দেহের তালিকায় রাখা হলেও, পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে পারেনি। ফলে ঘটনার রহস্য আরও গভীর হচ্ছে।
একাধিক চুরি-কাণ্ডে অতিষ্ঠ এলাকার মানুষ ইতিমধ্যেই নিরাপত্তাহীনতা বোধ করছেন। পুলিশের তৎপরতা ও নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছেন স্থানীয়রা।


