মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : রামকৃষ্ণনগর সমজেলার ভৈরবনগর ব্লকের আনন্দপুর জিপির তুলাকোণা গ্রামের এক বাঁশ ঝাড়ের পাশ থেকে এক ব্যক্তির পলিথিন মোড়ানো মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম শরিফ উদ্দিন লস্কর। বাড়ি সিনালাল গ্রামে। শুক্রবার সকালে প্রথমে মৃতদেহটি দেখতে পান গ্রামের মানুষ। এরপর কালীবাড়ি পুলিশকে খবর দেওয়া হয়।এতে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ এনকুয়েস্ট করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতালেন পাঠায়। এ ঘটনায় অনেকের মনে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ধারনা করা হচ্ছে এই ব্যক্তিকে খুন করা হয়েছে। পুলিশ বর্তমানে পুরো ঘটনাটি গভীর ভাবে খতিয়ে দেখছে।
মৃতের ভাই খলিল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে একটি ফোন শরিফের কাছে আসে। তিনি কাজে ব্যস্ত পরে আসবেন। এরপর রাত দশটা নাগাদ ঘর থেকে বের হলে আর ফিরেননি। সকালে তারা পুলিশে বিষয়টি জানাতে থানায় যান। সেখানে খবর পান একটি মৃতদেহ পাওয়ার। গাড়ি নিয়ে পৌঁছে দেখতে পান মৃতদেহটি তার ভাইয়ের। মৃত শরিফের পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে। তিনি লেপতোশক তৈরীর কাজ করতেন।


