বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বদরপুরঘাটে শুক্রবার সকালে মর্মান্তিক ও এক অমানবিক দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় মানুষজন। বরাক সেতুর পাশের এলাকায় একটি কম্বলে মোড়ানো শিশু সন্তানের নিথর দেহ পড়ে থাকতে দেখে আতঙ্ক ও শোকের ছাপ ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে হাঁটতে বেরিয়ে প্রথমে তাঁরা কম্বলের মতো একটি জিনিস দেখতে পান। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন—একটি ছয় থেকে সাত মাস বয়সী শিশু, নিথর অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর থানায়।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বরাক সেতুতে ওঠার পাকা সিঁড়ি অংশ থেকে শিশুটিকে নীচে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি খুন নাকি অমানবিক অবহেলা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসী পুরো ঘটনাকে “নৃশংস” বলে আখ্যা দিয়েছেন। শিশুটি পুত্রসন্তান বলে জানা যায়।
ছবি ফেসবুক থেকে নেওয়া।


