গাফিলতি! রামকৃষ্ণনগরে বিদ্যুতের ছোবলে খুঁটি থেকে ছিটকে পড়লেন অসমমালার কর্মী

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : বিদ্যুৎ বিভাগের গাফিলতির ফলে অসমমালার অধীনে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হলেন এক কর্মী। সড়ক প্রশস্তিকরণের জন্য বনবিভাগের অনুমতিতে রামকৃষ্ণনগর শহরের একাংশ গাছের ডালপালা কাটা হচ্ছে। এতে বিদ্যুৎ বিভাগের অনুমতি সাপেক্ষে সড়কের বরাতপ্রাপ্ত ঠিকাদার লাইনে লাগোয়া ডালপালা কাটার কাজে হাত দেন। আর ঘোষণা মতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রামকৃষ্ণনগর শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। এতে বিভাগীয় লাইনম্যান পরিতোষ সূত্রধরের অনুমতি ও উপস্থিতিতে অসমমালার কর্মী জামাল উদ্দিন শহরের ব্লক রোডে একটি বিদ্যুতের খুঁটিতে উঠা মাত্র বিদ্যুতের সংস্পর্শে এসে সড়কের উপর ছিটকে পড়েন‌। তাঁর সঙ্গে খুঁটির উপরে ওঠা অপরজন বরাত জোরে রক্ষা পেলেও গুরুতর জখম হন জামাল উদ্দিন লস্কর (৩০) নামের ওই কর্মী। ফলে সঙ্গে সঙ্গেই তাঁকে প্রথমে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও অবস্থা সঙ্কটজনক থাকায় হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সড়কের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার অভিযোগ যেহেতু পূর্ব ঘোষণা মতে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে হঠাৎ করে ওই লাইনে বিদ্যুৎ কী করে আসলো ? এটাকে তাঁরা বিদ্যুৎ বিভাগের গাফিলতি বলে উল্লেখ করেছেন বরাতপ্রাপ্ত বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্ববানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *