মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হন। ঘটনাটি ঘটে বুধবার রাতে শ্রীভূমির চরবাজার এলাকার বাসিন্দা মুন্না কুর্মির বাড়িতে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
ঘটনার পরপরই দমকল বিভাগ, জরুরি পরিষেবা দল এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে যায়। তবে বহু আহতের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
স্থানীয়দের অভিযোগ, শ্রীভূমি সিভিল হাসপাতালের জরুরি পরিষেবার অবস্থা অত্যন্ত শোচনীয়। তাঁদের দাবি, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নেই, ফলে সংকটময় মুহূর্তে রোগীর পরিবারের লোকজনকে বাইরে থেকে জরুরি সামগ্রী কিনে আনতে হয়। এ কারণে তারা হাসপাতালের অবিলম্বে আধুনিকীকরণ এবং উন্নত জরুরি সেবা চালুর দাবি জানান।
এদিকে, প্রশাসন বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃতি নির্ধারণের কাজ চলছে।


