১১ নভেম্বর : দিল্লির পর এবার পাকিস্তানের ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১২ জনের। ইসলামাবাদের ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে একটি গাড়িতে ঘটেছে এই জোরালো বিস্ফোরণ। ঘটনায় জখম একাধিক।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাড়িতে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ ইসলামাবাদের একটি কোর্টের বাইরে পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল, দূর-দূরান্তে শোনা যায়। প্রাথমিকভাবে গাড়িতে লাগানো সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। সেখানে উপস্থিত কয়েকজন আইনজীবী আহত হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় আদালত চত্বরে যানজট ছিল। ফলে সাধারণ নাগরিকরাও আহত হন। পুলিশের মতে, প্রাথমিকভাবে এটি সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হচ্ছে, তবে ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, গতকাল দিল্লির (Delhi) লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগন্যালে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। সেই ঘটনার পর দিল্লিজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটল।



