সৌদিতে বিদেশিদের জন্য আরও দু’টি বারের অনুমতি

২৫ নভেম্বর : সৌদিতে বিদেশিদের জন্য নতুন সুবিধা, আরামকো কর্মীদের জন্য চালু হচ্ছে অনুমোদিত বারের দোকান। সৌদি আরব অমুসলিম বিদেশিদের জন্য বারের প্রাপ্যতা কিছুটা বাড়াতে নতুন করে আরও দু’টি দোকান চালুর উদ্যোগ নিয়েছে। বিষয়টি সম্পর্কে অবহিত একাধিক ব্যক্তি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী এর একটি দোকান থাকবে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে কর্মরত অমুসলিম ও বিদেশি বিশেষজ্ঞদের জন্য নির্ধারিত। এই উদ্যোগকে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চলমান ভিশন–২০৩০ সংস্কারধারার আরেকটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে।

দেশটি সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক ও অর্থনৈতিক খাতে নানা পরিবর্তন আনছে, যার ধারাবাহিকতায় সীমিত পরিসরে অমুসলিমদের জন্য বারের ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

গত বছর রিয়াদে প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিকদের জন্য একটি বারের দোকান চালু হয়—যা ‘বুজ বাংকার’ নামে পরিচিত। এর আগে দেশটিতে প্রায় সাত দশক ধরে এ ধরনের দোকান সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

নতুন দোকান দু’টির একটি স্থাপন করার পরিকল্পনা রয়েছে দাহরানে, যেখানে আরামকোর বহু বিদেশি কর্মী থাকেন।

অন্যটি হবে জেদ্দায়, যেখানে বিভিন্ন কনস্যুলেট এবং অমুসলিম কূটনীতিকদের বসবাস। ২০২৬ সালের মধ্যে উভয় দোকান চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখনো চূড়ান্ত সময় জানানো হয়নি।

সূত্রগুলো জানায়, রিয়াদের বিদ্যমান দোকানে সম্প্রতি অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সিধারীদেরও গ্রাহক হিসেবে যুক্ত করা হয়েছে।

এর ফলে ভবিষ্যতে বিদেশিদের সুযোগ আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন দোকান বিষয়ে সউদী সরকারি গণমাধ্যম দপ্তর বা আরামকো এখনো কোনো মন্তব্য দেয়নি।

রিয়াদে বারের দোকান খোলার আগ পর্যন্ত সংগ্রহের উপায় ছিল কেবল কূটনৈতিক চ্যানেল, কালোবাজার বা ঘরে বানানো পদ্ধতি। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর মধ্যে কেবল কুয়েতে এখনো বিক্রি পুরোপুরি নিষিদ্ধ।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *