মণিপুরে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : মণিপুর পুলিশ এক ২৫ বছর বয়সী ডিজিটাল কনটেন্ট নির্মাতাকে গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি এমন ভিডিও তৈরি ও প্রকাশ করছিলেন যেখানে উত্তেজনামূলক প্রশ্ন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও সামাজিক বিভেদের আশঙ্কা তৈরি করার মতো বক্তব্য ছিল। সোমবার গ্রেফতার হওয়া যুবকের নাম ইউমখাইবাম শান্তিকুমার এবং তিনি ইম্ফল পূর্ব জেলার টাংখাম আওয়াং লেইকাই, হা‌রাওরু, পাঙ্গেই ইয়াংডং এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, শান্তিকুমার রাস্তায় সাধারণ মানুষের সাক্ষাৎকার নিচ্ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে সংবেদনশীল ও উসকানিমূলক বক্তব্য আদায় করছিলেন। পুলিশের দাবি, ওই ভিডিওগুলো ষড়যন্ত্রমূলক ধারণা ছড়ানো, ভয়ভীতি সৃষ্টি করা এবং ভুল তথ্য প্রচার করে জনমত প্রভাবিত করার মতো বিপজ্জনক কনটেন্টে পরিণত হচ্ছিল।

এদিকে, মণিপুরে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ায়, এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস বাড়িয়ে নতুন অস্থিরতা তৈরি করতে পারে বলে পুলিশ উদ্বেগ প্রকাশ করেছে।

ভিডিও তৈরির উদ্দেশ্য কী, তিনি একা কাজ করছিলেন নাকি কোনও সংগঠনের নির্দেশে—তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে বিস্তৃত তদন্ত শুরু করেছে।

সঙ্গে সতর্কবার্তা জারি করে পুলিশ সমস্ত ডিজিটাল কনটেন্ট নির্মাতা, ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে এখনকার সংবেদনশীল পরিস্থিতিতে সেনসেশন তৈরি করা, অপপ্রচার ছড়ানো বা সামাজিক বিভেদ উস্কে দেয়—এমন ভিডিও বা পোস্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *