ভারতীয় পাইলটের মৃত্যুর পরেও চলল ‘এয়ার শো’! ক্ষুব্ধ মার্কিন বায়ুসেনা বাতিল করল পারফরম্যান্স

২৪ নভেম্বর : গত সপ্তাহে দুবাই এয়ার শো চলাকালীন ভারতীয় বায়ুসেনার দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস ভেঙে পড়লে প্রাণ হারান উইং কমান্ডার নমংশ স‍্যাল। মর্মান্তিক এই দুর্ঘটনার পরও এয়ার শো-র আয়োজকদের নির্ঘণ্ট অনুযায়ী এই প্রদর্শন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মার্কিন বায়ুসেনার এক পাইলট।

মার্কিন বায়ুসেনার F-16 ভাইপার ডেমোনস্ট্রেশন টিমের কমান্ডার মেজর টেইলর ‘ফেমা’ হিস্টার শনিবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে জানান যে, ভারতীয় পাইলট, তাঁর সহকর্মী ও পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁরা তাঁদের চূড়ান্ত পারফরম্যান্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

মেজর হিস্টার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার ঘণ্টাখানেক পরেও যখন তিনি সেখানে যান, তখন আশা করেছিলেন পরিবেশ থমথমে থাকবে এবং অনুষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু তিনি দেখেন, সঞ্চালক যথারীতি উৎসাহী এবং দর্শকরাও পরবর্তী প্রদর্শনীগুলি দেখতে উত্তেজিত। শো শেষ হয় স্পনসর ও শিল্পীদের অভিনন্দন জানানোর মাধ্যমে।

আয়োজকদের এই সিদ্ধান্তে হতবাক হয়ে হিস্টার লেখেন, “ওরা সবসময় বলে, ‘শো মাস্ট গো অন’ (অনুষ্ঠান চলতেই থাকবে)। আর তারা ঠিকই। কিন্তু মনে রাখবেন, আপনি চলে যাওয়ার পরেও কেউ এই একই কথা বলবে।”

শুক্রবার আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাক্রোবেটিক কৌশল দেখানোর সময় তেজস যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ঘটনার দরুন পাইলট স‍্যাল সময়মতো ইজেক্ট করতে পারেননি। যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

রবিবার শহীদ উইং কমান্ডার নমংশ স‍্যালের দেহ চেন্নাইয়ের সুলুর বায়ুসেনা ঘাঁটি হয়ে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর আদি বাসভূমি হিমাচল প্রদেশের পাতিয়ালকর গ্রামে নিয়ে যাওয়া হয়। কাংড়া জেলায় অনুষ্ঠিত শেষকৃত্যে তাঁর স্ত্রী, উইং কমান্ডার আফশান, অশ্রুসিক্ত চোখে তাঁদের ছয় বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে তাঁর স্বামীকে শেষ বিদায়ী স্যালুট জানান। পূর্ণ সামরিক সম্মান ও গান স্যালুটের মধ্য দিয়ে স‍্যালের শেষকৃত্য সম্পন্ন হয়।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *