মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : বাজারিছড়া থানার অন্তর্গত কটামণির এলাকায় কটনপুরে মঙ্গলবার সকালে লঙ্গাই নদীর তীরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ব্যক্তির নাম আব্বাস উদ্দিন (৪৭), তিনি স্থানীয় বাসিন্দা ও পেশায় একজন গাড়িচালক ছিলেন।
ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পাথারকান্দি সার্কল অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিন গতকাল রাতে বাড়িতে রাতের খাবার খেয়ে বাড়ির পিছনের লঙ্গাই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এরপর তিনি আর রাতে বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে তাঁর ছেলে নদীর ধারে খোঁজ করতে গিয়ে দেখতে পান, বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে নদীর পাড়ে তাঁর বাবার নিথর দেহ পড়ে আছে। কান্নাকাটি শুরু হলে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন এবং পরে খবর দেওয়া হয় বাজারিছড়া থানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আব্বাস উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পরিবার সূত্রে জানা গেছে, আব্বাস উদ্দিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুতে বৃদ্ধা মা, স্ত্রী এবং ছয় সন্তানসহ সমগ্র পরিবার একেবারে অসহায় অবস্থায় পড়েছে। স্থানীয়রা এই হতদরিদ্র পরিবারটিকে সরকারি সহায়তার আওতায় আনার জন্য পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ময়নাতদন্তের পর প্রয়াত আব্বাস উদ্দিনের মৃতদেহ আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও প্রতিবেশীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


