হাইলাকান্দিতেও ভোটার তালিকার স্পেশাল রিভিশন শুরু

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ২০২৬ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলায়ও ভোটার তালিকার ফেসিয়াল রিভিশন শনিবার থেকে শুরু হয়েছে। জেলার মোট ৬১২ জন ভোট পর্যায়ের আধিকারিক বিএলও ভোটার তালিকার সংশোধনের কাজ করবেন। এরমধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ২৮২ জন এবং কাটলিছড়া-আলগাপুর কেন্দ্রে ৩৩০ বিএলও জড়িত রয়েছেন ন। উল্লেখ্য, এই প্রক্রিয়ায় ঘরে-ঘরে যাচাই বিএল-দের মাধ্যমে

২২ নভেম্বর শনিবার থেকে ২০ ডিসেম্বর শনিবার পর্যন্ত চলবে। এরপর সমন্বিত খসড়া নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে ২৭‌ ডিসেম্বর শনিবার দিন। এরপর দাবি ও আপত্তি দাখিলের সময়কাল

২৭ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারি ধার্য হয়েছে।

বিশেষ প্রচার অভিযান ধার্য হয়েছে : ৩, ৪, ১০ ও ১১ জানুয়ারি। দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ২ফেব্রুয়ারি। চূড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলার সব ভোটারকে ভোটার তালিকা সংশোধনের এই কাজ স্পেশাল রিভিশনে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *