ওড়িশায় ব্যাডমিন্টন প্ৰতিযোগিতায় অংশ নিতে আসাম বিশ্ববিদ্যালয়ে বাছাই পৰ্ব ১২ই

বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : আগামী ডিসেম্বর মাসে ওড়িশার সাম্বলপুরে আয়োজিত হচ্ছে পূৰ্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্ৰতিযোগিতা৷ এতে অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজ স্তরের পড়ুয়াদের বাছাই করবে আসাম বিশ্ববিদ্যালয়৷ আগামী ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্তমঞ্চে এই বাছাই পৰ্ব আয়োজিত হবে৷ বিশ্ববিদ্যালয় স্পোৰ্টস বোৰ্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাছাই প্ৰক্রিয়ার ফলে নিৰ্বাচিত পড়ুয়ারা পূৰ্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্ৰতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন৷

আসাম বিশ্ববিদ্যালয় স্পোৰ্টস বোৰ্ডের পক্ষ থেকে এও জানানো হয়েছে, ওইদিন বেলা এগারোটা থেকে পুরুষ ও মহিলা উভয় বিভাগের খেলোয়াড়দের বাছাই পৰ্ব শুরু হবে৷ এতে বিশ্ববিদ্যালয়ের শিলচর ও ডিফু ক্যাম্পাসের পাশাপাশি বিভিন্ন কলেজের ছাত্ৰছাত্ৰীরাও অংশ নিতে পারবেন৷ তবে অংশগ্ৰহণকারীদের অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পড়ুয়া হতে হবে৷ এই বাছাই পৰ্বে অংশ নিতে পড়ুয়াদের ‘স্পোৰ্টস কিট’ সঙ্গে আনতে হবে৷

পরবৰ্তীতে নিৰ্বাচিত খেলোয়াড়দের জন্য বিশ্ববিদ্যালয়ে এক প্ৰশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হবে৷ এই শিবিরে নিৰ্বাচিত খেলোয়াড়দের অংশগ্ৰহণ বাধ্যতামূলক থাকছে৷ বিশ্ববিদ্যালয়ের পুরুষ ও মহিলা দলের চূড়ান্ত নিৰ্বাচন প্ৰাথমিক বাছাই পৰ্বের পারফরম্যান্স ও পরবৰ্তীতে প্ৰশিক্ষণ শিবিরে সন্তোষজনক অংশগ্ৰহণের ওপর নিৰ্ভর করবে৷ প্ৰসঙ্গত, এই নিৰ্বাচিত খেলোয়াড়রাই পূৰ্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্ৰতিযোগিতায় আসাম বিশ্ববিদ্যালয়ের হয়ে প্ৰতিনিধিত্ব করবেন৷

Spread the News
error: Content is protected !!