কাছাড়ে দু’দিনে দুই ভুয়া চিকিৎসক গ্রেফতার
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ নভেম্বর : কাছাড় পুলিশের তৎপরতায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দু’জন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। রবিবার কাছাড় পুলিশের এক অভিযানে ধরা পড়েন ভুয়া চিকিৎসক ইন্দ্রজিৎ রায় (৩৯)। তিনি “মা আয়ুর্বেদ” নামে একটি প্রতিষ্ঠান তারাপুরের ইএনডি কলোনি এলাকায় ভিজিটিং ডাক্তার হিসেবে রোগী দেখতেন বলে জানা গেছে। পুলিশ তাকে সেখানে হাতে নাতে আটক করে এবং তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ধোয়ারবন্দ থানার অন্তর্গত ছোট জালেঙ্গার বাসিন্দা সোপাল রায়কে আটক করে। জানা গেছে, তিনি নিজ ফার্মেসিতে চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। এমনকি ফার্মেসির পাশে একটি আলাদা ডাক্তার চেম্বারও পরিচালনা করতেন। অভিযানের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, অবৈধভাবে রোগী দেখা ও ভুয়া ডাক্তারি কার্যক্রমের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড রোধে আরও কড়া অভিযান অব্যাহত থাকবে।

