শ্রীভূমিতে অভিনব পদ্ধতিতে বাজার মেলায় আয়োজন করছে লায়ন্স ক্লাব

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১নভেম্বর : হাটবাজার মেলায় নকল টাকা দিয়ে আসল সামগ্রী ক্রয় করতে পারবেন আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া নাকরিকরা। আজকাল শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক বাজারে যাওয়ার বা নিজের চাহিদা মত অর্থ না থাকায় সামগ্রী ক্রয় করতে পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো শ্রীভূমির লায়ন্স ক্লাব। বুধবার ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তথা হাটবাজার প্রকল্পের প্রকল্প সঞ্চালক জগদীশ বণিক বলেন, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের পর বরাক উপত্যকায় দ্বিতীয় হাটবাজার মেলা হচ্ছে শ্রীভূমিতে। তিনি বলেন, এবার অভিনব পদ্ধতিতে বাজার মেলায় আয়োজন করে রীতিমত চমক দেখাতে যাচ্ছে লায়ন্স ক্লাব। এই বাজার মেলায় কমকরে দেড় হাজার গ্রাহক আসবেন। শ্রীভূমি শহরের পার্শ্ববর্তী প্রায় দশটি গ্রামের নাগরিকরা আসবেন বাজার মেলায়। তিনি বলেন, করিমগঞ্জ কলেজের ভিতরে এই মেলায় থাকবে নতুন পোশাক, রান্না ঘরের নানা সামগ্রী, সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী। প্রতিটি সামগ্রী ক্রয় করতে গ্রাহকদের নকল ৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নকল টাকা ও গ্রাহক  কুপন
দেওয়া হবে। এই কুপন সঙ্গে নিয়ে এলে হাট বাজারে প্রবেশ করতে পারবেন। তবে যারা এই কুপন সঙ্গে নিয়ে আসবেন তারা এক কুপনে দু’জন প্রবেশ করতে পারবেন। যারা মেলাত আসার ছাড়পত্র পাবেন তারা সকাল বিকাল চায়ের সঙ্গে দুপর আহারের জন্য পৃথক কুপন পাবেন। সঙ্গে বিনোদনের জন্য পৃথক ব্যবস্থা যেখানে নাচ গান থাকবে। এককথায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানব সেবা নতুন উদ্যগ হতে যাচ্ছে শ্রীভূমিতে।

সম্পাদিকা রীমা বণিক বলেন লায়ন্স ক্লাব মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন। যেখানে মানুষ বিপদে সেখানে সবার আগে লায়ন্স ক্লাব। এই ক্লাব বর্তমানে মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য তিনটি সেলাই প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছে। শ্রীভূমি শহরের ক্লাব হাউস, নিলামবাজার ও মহিশাসন এই শিবির চলছে। স্থানে স্থানে চক্ষু শিবির ছাড়া সপ্তাহে দু’দিন ক্লাব হাউসে রোগী দেখা, ওষুধ, চশমা দেওয়া হয়। তাছাড়া নানা সেবা মূলক কাজ করে যাচ্ছে।
সহ-সভাপতি অশোক দত্ত বলেন, আমাদের সেবা শুধু শ্রীভূমিতে নয় বিগত বছর আমরা সুন্দরবন গিয়েছিলাম আমাদের তৎকালীন সভানেত্রী সঞ্চয়িতা দেবের নেতৃত্বে। সেখানের মানুষের দুর্দশা দেখে আমাদের সিন্ধান্ত নিয়ে পরদিন তাদের জন্য একশত শীত বস্ত্র বিতরণ করেছি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধক্ষ রূপালী দেব, জগদীশ চন্দ্র বণিক, কৌশিকরঞ্জন দে, গৌতম দেবরায়, বিজয় কুমার পুগালিয়া, বিশ্বনাথ দেব, শঙ্কর বণিক, সৌভিক দে, শিখা দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *