লক্ষীপুরে দু’টি বিজেপি মণ্ডল কার্যালয়ের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : বিজেপির আসল শক্তি হল সংগঠন। প্রত্যেক স্তরের কর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে আসন্ন নির্বাচনে বিজেপি আবারও ঐতিহাসিক বিজয় অর্জন করবে। শনিবার লক্ষীপুর সমজেলার দু’টি মণ্ডল কার্যালয় উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
এ দিন মুখ্যমন্ত্রী একসঙ্গে লক্ষীপুর ও বিন্নাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লক্ষীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন মণ্ডল ও শাখা সংগঠনের নেতা-কর্মী এবং অসংখ্য বিজেপি সমর্থক উপস্থিত থেকে উচ্ছ্বাসে অনুষ্ঠানটি সফল করে তোলেন।
অনুষ্ঠানের শেষে দলীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্থানীয় কর্মীদের সঙ্গে এক পরামর্শ বৈঠকও অনুষ্ঠিত হয়।

