গরিব রথ ট্রেনে আগুন, দাউদাউ করে জ্বলল কামরা
১৮ অক্টোবর : সাতসকালেই ভয়াবহ কাণ্ড। গরিব রথ ট্রেনে লেগে গেল আগুন। দাউদাউ করে জ্বলতে দেখা গেল গোটা কামরা। শনিবার সকালে ঘটনাটি সংঘটিত হয় পঞ্জাবের সিরহিন্দে গরিব রথ এক্সপ্রেসের একটি এসি কোচে। দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
সর্বভারতীয় সংবাদ সূত্রে জানা যায়, লুধিয়ানা থেকে দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসের ১৯ নম্বর কোচে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে খবর। ট্রেনটি নিকটবর্তী সিরহিন্দ স্টেশনে থামানো হয়। আগুনের পর হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন থেকে নামার চেষ্টা করার সময় বেশ কয়েকজন যাত্রী আহত হন। এক মহিলারও দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

